Return & Refund Policy
Zosh Gear Refund Policy!
জোশ গিয়ারে আমরা চেষ্টা করি বাজারে প্রাপ্ত সবচেয়ে ভালো মানের ফ্যাব্রিক এবং সবচেয়ে ভালো মানের র ম্যাটারিয়াল ব্যবহার করতে। অনেকগুলো ধাপ এবং অনেক মানুষের ভ্যালু এডিশনের পর একটি টি-শার্ট গ্রাহকের দোড়গোড়ায় পৌছায়। প্রতিটা ধাপেই আমরা সর্ব্বোচ্চ মান নিয়ন্ত্রণের চেষ্টা করি।
যেহেতু এটা লেবার অরিয়েন্টেড কাজ এবং সবচেয়ে এফিশিয়েন্ট গার্মেন্টস এও ২-৫% ফল্ট রেট ধরা হয়, তাই আমাদের চোখ এড়িয়ে হয়তো কোন ত্রুটিযুক্ত পণ্য গ্রাহকের নিকট পৌছাতে পারে। এছাড়াও অনলাইনে ইলেকট্রনিক ডিভাইসে দেখা টি-শার্টের ফ্যাব্রিক এবং প্রিন্টের রেজুলেশনের সাথে বাস্তবের পণ্যের শতভাগ মিল না-ও থাকতে পারে। কারণ যা-ই হোক, যেহেতু আমরা কাষ্টমার স্যাটিসফেকশনে বিশ্বাসী, তা-ই আপনার অপছন্দের টি-শার্ট আমাদেরকে ফেরত দিতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না।
জোশ গিয়ারে আমরা ১০০% মানিব্যাক নীতি অনুসরণ করি। ৩০ দিনের মধ্যে আপনার কেনা যেকোন পণ্য আমরা সানন্দে ফেরত নিয়ে নিবো। মুনাফা নয় গ্রাহকের সন্তুষ্টিই আমাদের সর্ব্বোচ্চ অগ্রাধিকার। জোশ গিয়ারের সাথেই থাকুন।
