
Best 30 Islamic T-shirt Designs of the Bangladeshi Brands [2020 Updated]
ভূমিকা:
বিশ্বজুড়েই পোশাকের ক্ষেত্রে তরুণদের প্রথম পছন্দ টি-শার্ট। টি-শার্ট যে শুধু আরামদায়ক, স্টাইলিশ তা-ই না, বরং টি-শার্টের বিভিন্ন স্লোগান, ডায়ালগ বা ডিজাইনের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব, আদর্শ, পছন্দ-অপছন্দের জানান দেয়া যায় অন্যের কাছে। একটি রুচিশীল ডিজাইনের টি-শার্ট শুধু একটি পোষাকই নয় বরং হতে পারে সমাজ বদলের হাতিয়ার। অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও মুসলিম যুবকদের মধ্যে ট্রেন্ড চালু হয়েছে ইসলামিক ডিজাইনের টি-শার্ট পড়ার। ওয়ান উম্মাহ বিডি, জোশ গিয়ার, ইফোর্ট বিডি ও দাওয়াহ স্টোর দীর্ঘদিন ধরে দেশে যুবকদের মধ্যে ইসলামিক ডিজাইনের টি-শার্ট যোগান দিয়ে আসছে। এর সাথে যুক্ত হচ্ছে নিত্যনতুন ব্রান্ড। কাফেলায় যুক্ত হচ্ছে নতুন নতুন অসাধারণ ডিজাইনের সব ইসলামিক টি-শার্ট। আজকের এই আর্টিকেলে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের ইসলামিক টি-শার্ট ব্রান্ডগুলোর সেরা সেরা টি-শার্ট ডিজাইনগুলো স্থান দিতে। আমরা চেষ্টা করেছি মানবীয় দুর্বলতা ও সংকীর্ণতার উর্ধ্বে উঠে ডিজাইনগুলো একত্রিত করতে, তদুপরি একের সাথে অন্যের মতের অমিলের কারণে আমাদের এই কম্পাইলেশন অনেকের কাছে ত্রুটিপূর্ণ মনে হওয়াই স্বাভাবিক। এছাড়াও অনেক ভালো ডিজাইন আমাদের দৃষ্টির অগোচরে চলে যেতে পারে, সেক্ষেত্রে যেকোন পজিটিভ ফিডব্যাক আমরা সহৃদয় চিত্তে গ্রহণ করবো। তো আর দেরী কেন, চোখ বুলিয়ে নেয়া যাক Best 30 Islamic T-shirt Design of Bangladesh বা বাংলাদেশের সেরা ৩০টি ইসলামিক টি-শার্ট ডিজাইনে।
Best 30 Islamic T-shirt Designs of the Bangladeshi Brands:
-
Smile its Sunnah:
ইসলামিক টি-শার্ট সেগমেন্টে সবচেয়ে পুরাতন, সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি বিক্রিত ডিজাইন সম্ভবত Smile, its Sunnah; এই ডিজাইনটা। গুগল করলেই এই ডিজাইনের জনপ্রিয়তা বোঝা যায়। গুগলে সার্চ দিলে এতো ঢংয়ের এই ডিজাইন পাওয়া যায় তার ইয়ত্তা নেই। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপি এই ডিজাইনটি জনপ্রিয়।

Smile-its-Sunnah
- Brand: Zosh Gear
- Price: 280/-
- Product Link: https://zoshgear.com/product/smile-its-sunnah-3/
-
Worries End when Salah Begins:
আপনি খুব উৎকন্ঠায় আছেন, হতাশায় ভুগছেন, কষ্টে আছেন, এর সবচেয়ে সহজ সমাধান কি? সালাত! একজন মুসলিমের জন্য এরচেয়ে উত্তম সমাধান আর কি হতে পারে। এই টি-শার্টটিতে এই সলুশনটিই বলা হয়েছে। টি-শার্টের ম্যাসেজের মতো ডিজাইনটিও খুবই মনকাড়া।

Worries end when Salah Begins
- Brand: One Ummah BD
- Price: 280/-
- Product Link: https://www.oneummahbd.com/product/th294-worries-end-navy/
3. Hujur Hoye:
আমাদের সমাজে কেউ হুজুর হলে তাকে কেমন যেন এলিয়েন ভাবা হয়। ‘আরে হুজুর হয়ে তুমি স্মার্টফোন চালাও’, ‘হুজুর হয়ে তুমি কানে হেডফোন লাগিয়ে ঘুরো (হুজুর হেডফোন দিয়ে লেকচার অথবা কুরআন তিলওয়াত শুনে), ‘হুজুর হয়ে তুমি বিয়ে করতে চাও’- ইত্যকার অনেক কথা শোনা যায়। এই টি-শার্টটিতে এইকথাগুলোই ব্যাঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে।

Hujur Hoye
- Brand: Dawah Store
- Price: 270/-
- Product Link: https://www.facebook.com/pg/DawahStore/shop
4. Islam will Remain:
কবি মুহিব খানের খুবই অসাধারণ একটি কবিতার লাইনের উপর ভিত্তি করে টি-শার্টটির ডিজাইন করা হয়েছে- “আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই।” খুবই ইন্সপায়ারিং কথাগুলো সাথে ডিজাইনটিও মন ভালো করে দেয়।

Islam will remain
- Brand: Effort BD
- Price: 250/-
- Product Link: https://effortbd.com/product/islam-thakbei/
05. ASSALAMUALAIKUM:

Assalamualaikum
একজন মুসলিম আরেকজন মুসলিমকে সর্বপ্রথম যে কথাটা বলে, সেটা ‘আসসালামু আলাইকুম’- ’আপনার উপর শান্তি বর্ষিত হোক’। মুসলিম সমাজের সর্বাধিক প্রচলিত শব্দযুগলের সমন্বয়ে টি-শার্টটি ডিজাইন করা হয়েছে, সাথে চমৎকার এ্যারাবিক ক্যালিগ্রাফি ডিজাইনটিকে অন্য মাত্রা প্রদান করেছে।
- Brand: One Ummah BD
- Price: 280/-
- Product Link: https://www.oneummahbd.com/product/t14assalamu-alaikum-v1/
06. Iqra:
কুর’আনের সর্বপ্রথম অবতীর্ণ হওয়া শব্দ-ইকরা অর্থ্যাৎ পড়। ইসলামে ইলম অর্জন তখা পড়াশুনার গুরুত্ব অপরিসীম। ক্যালিগ্রাফি এবং চমৎকার ইলাষ্ট্রেশনের মাধ্যমে খুবই সুন্দরভাবে এই বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে।

Iqra
- Brand: Zosh Gear
- Price: 260/-
- Product Link: https://zoshgear.com/product/iqra-2/
07. Qur’an is the answer:
“সব সমস্যার সমাধান, দিতে পারে আল কুরআন’’- এ্যারাবিক ক্যালিগ্রাফি এবং অসাধারণ ডিজাইনের সমন্বয়ে খুবই জনপ্রিয় এই কথারই গ্রাফিক রিপ্রেজেন্টেশন হচ্ছে এই টি-শার্টটি। নবাগত প্রতিষ্ঠান জাহরান টি-শার্ট জগতে তাদের শক্তিশালী আগমনী বার্তা তুলে ধরছে অসাধারণ ডিজাইনের টি-শার্টের মাধ্যমে।

Quran is the answer
- Brand: Zahran
- Price: 250/-
- Product Link: https://www.facebook.com/zahran.lifestyle/
08. The beard the only visible Sunnah you take into the grave:
আপনি সারাজীবন অনেক বড় বড় জুব্বা পড়লেন, মিসওয়াক করলেন, টুপি পড়লেন, কিন্তু একমাত্র দৃশ্যমান যে সুন্নাহটি নিযে আপনি কবরে যাবেন, সেটা হচ্ছে দাড়ি। এই একটিমাত্র কথাই দাড়ি রাখার পেছনে যথেষ্ট কারণ। শক্তিশালী এই ম্যাসেজটি ফুটে উঠেছে এই টি-শার্ট ডিজাইনে।

The beard the Only visible Sunnah you take into the grave
- Brand: Dawah Store
- Price: 270/-
- Product Link: https://www.facebook.com/commerce/products/1380080635418739/?rt=9&referral_code=page_shop_tab_desktop-all_products&ref=page_shop_tab
09. Follow the Sunnah:
ইসলামের বিভিন্ন বিধি-বিধান পালন করতে গেলে বিভিন্ন সময় সমাজ থেকে বিভিন্ন কটুক্তি শোনা যায়। দাড়ি রাখলে বন্ধুমহলে শুনতে হয়, “তোরে ছাগলের মতো লাগছে”, পর্দা করলে “নিনজা” ডাক শুনতে হয়। এরকম আরও অনেক আজেবাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় ইসলাম পালন করতে গেলে। এরকম পরিস্থিতিতে সুন্নাহকে আঁকড়ে ধরে থাকাই প্রকৃত মুসলিমের দায়িত্ব। এই কথারই গ্রাফিক ইলাষ্ট্রেশন এই টি-শার্ট ডিজাইনটি।

Follow the Sunnah not the Society
- Brand: Dawah Store
- Price: 270/-
- Product Link: https://www.facebook.com/commerce/products/1386155201471751/
10. Speak good or remain silent:
সমাজে যত ঝগড়াঝাটি, মারামারি, মন কষাকষি- তার অধিকাংশেরই সূত্রপাত হয় “কথা” থেকে। অনর্থক কথা থেকে বেঁচে থাকলে নিজের মন যেমন শান্ত থাকে, তেমনি সমাজেও শান্তি বিরাজ করে। কথা যদি বলতেই হয়, আমাদের ভালো কথা বলা উচিত, অন্যথায় নীরব থাকাই শ্রেয়। চলতি পথে এই টি-শার্টটি একটি ভালো রিমাইন্ডারের কাজ করবে।

Speak good or remain Silent
- Brand: One Ummah BD
- Price: 280/-
- Product Link: https://www.oneummahbd.com/product/t33speak-good-or-remain-silent/
11. Islam is winning with or without you:
ইসলাম একটি চলন্ত ট্রেন, এই ট্রেন গন্তব্যে পৌছাবেই। প্রশ্ন হলো, আমি নিজে এই ট্রেনের যাত্রী হতে পারবো কিনা! শত বিপত্তি, বাধা সত্ত্বেও যে ট্রেন আঁকড়ে পড়ে থাকবে, সে-ই সফলকাম হবে, ট্রেন থেকে ছিটকে পড়া মানেই বঞ্চিত হওয়া, নি:স্ব হওয়া। অসাধারণ ডিজাইনের এই টি-শার্টে এই কথাটিই মনে করিয়ে দেয়া হয়েছে।

Islam is winning with or without you
- Brand: Dawah Store
- Price: 270/-
- Product Link: https://www.facebook.com/commerce/products/979470058838839/
12. The world is a prison for the believers:
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “দুনিয়াটা মু’মিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাতস্বরুপ”। (সহীহ মুসলিম, ২৯৫৬)
খুবই জনপ্রিয় এই হাদিসের গ্রাফিক ইলাষ্ট্রেশন এই টি-শার্টটি। খুবই শক্তিশালি ম্যাসেজ রয়েছে ডিজাইনটিতে।

The world is a Prison for the beleivers
- Brand: Zosh Gear
- Price: 260/-
- Product Link: https://zoshgear.com/product/this-world-is-a-prison/
13. Peace:
ইসলামিক ডিজাইনের মধ্যে আরেকটি জনপ্রিয় ডিজাইন এটি। সালাম বা পিস রিলেটেড কতো যে ডিজাইন হয়েছে তার ইয়ত্তা নেই। জোশ গিয়ারের খুবই জনপ্রিয় ডিজাইন এটি।

Peace
- Brand: Zosh Gear
- Price: 260/-
- Product Link: https://zoshgear.com/product/peace/
14. Death is near:
মৃত্যুর চেয়ে অনিবার্য সত্য আর কিছু হতে পারে না, অথচ আমরা প্রতিনিয়ত এই ধ্রুব সত্য থেকে গাফেল হয়ে যাই। এই টি-শার্টটি আমাদের মতো গাফেলদের জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করবে।

Death is near
- Brand: One Ummah BD
- Price: 280/-
- Product Link: https://www.oneummahbd.com/product/t48death-is-near/
15. Your creator is watching you:
এই দুনিয়ার যতো অশান্তি, যতো পাপ, তার মূল কারণ হলো আল্লাহ ভীতি না থাকা। একজন আল্লাহভীরু লোকের দ্বারা কখনই কোন পাপকর্ম সম্পাদন করা সম্ভব না। আল্লাহ আমাদের দেখছে, এই বোধ যার মধ্যে আছে, সে কখনই কোন অপকর্ম করতে পারে না। খুবই ্কালারফু্ল এই ডিজাইনে চমৎকারভাবে এই কথারই প্রতিধ্বনি ফুটে উঠেছে।

Your creator is watching you
- Brand: One Ummah BD
- Price: 280/-
- Product Link: https://www.oneummahbd.com/product/t55no-doubt-your-creator-is-watcing/
16. Super Muslim:
টিভি সিরিয়ালের মতো টি-শার্ট জগতেও সুপারম্যান খুবই জনপ্রিয়। জনপ্রিয় এই টি-শার্টটির ইসলামিক ভার্সন পাওয়া যাবে দাওয়াহ স্টোরে।

Super Muslim
- Brand: Dawah Store
- Price: 270/-
- Product Link: https://www.facebook.com/pg/DawahStore/shop/
17. Salat is better than Sleep:
প্রতি ভোরে মুয়াজ্জিনের কন্ঠে ভেসে আসে, “আসসালাতু খইরুম মিনান্নাওম’’, “ঘুমের থেকে সালাত উত্তম”। কিন্তু আমাদের কতজনেরই সেই ডাকে সাড়া দেবার সৌভাগ্য হয়। মুয়াজ্জিনের আহ্বান যাদের কানে পৌছে না, তাদের জন্য উত্তম রিমাইন্ডার হতে পারে এই টি-শার্ট।

Salat-is-better-than-Sleep
- Brand: Zosh Gear
- Price: 260/-
- Product Link: https://zoshgear.com/product/salat-is-better-than-sleep-half-sleeve-islamic-t-shirt-white/
18. Islam Typography-1:
টি-শার্ট জগতে টাইপোগ্রাফি ডিজাইন খুবই জনপ্রিয়। ইসলাম সম্পর্কিত প্রমিমেন্ট শব্দগুলোর সমন্বয়ে গড়ে উঠেছে এই ডিজাইনটি।এই ডিজাইনটি দেখলে একনজরে ইসলামের রুপরেখা ভেসে উঠে।

Islamic Typography-EffortBD
- Brand: Effort BD
- Price: 250/-
- Product Link: https://effortbd.com/product/islam-t-shirt/
19. Islam typography- tree:
টাইপোগ্রাফি সম্পর্কিত আরেকটি অসাধারণ ডিজাইন এটি, যেখানে ইসলামকে একটি গাছের সাথে তুলনা করা হয়েছে, যার একেকটি শাখা প্রশাখায় রয়েছে, সালাত, সাওম, যাকাত, দয়া, মহানুভবতা, ঈমান, হাজ্জ, ভালোবাসা, জান্নাত, জাহান্নাম ও আরও অনেক কিছু।

Islam-Tree
- Brand: Zosh Gear
- Price: 260/-
- Product Link: https://zoshgear.com/product/islam-tree-half-sleeve-islamic-t-shirt-black/
20. Ramadan Recharge your Emaan:
একজন মুসলিমের সবচেয়ে আরাধ্য সময় হলো রমাদান মাস। এই সময় উৎসবমুখর হয়ে পড়ে পুরো মুসলিম বিশ্ব। এই টি-শার্ট উৎসবের রঙ্গে যেমন নতুন রঙ লাগিয়ে দেয়, তেমনি গাফেলদেরকে স্মরণ করিয়ে দেয়, রমাদান এসে গিয়েছে, ঘুনে ধরা ঈমানটাকে তরতাজা করার এইতো সময়।

Ramadan Recharge your Iman
- Brand: One Ummah BD
- Price: 280/-
- Product Link: https://www.oneummahbd.com/product-category/half-sleeve-t-shirt/
21. Come to Success:
আমরা সবাই সফলতা চাই। সবাই হণ্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি সফলতার পেছনে। আল্লাহ সুবহানুতা’আলা আল্টিমেট সফলতার পথ বাতলে দিয়েছেন, প্রতিদিন মুয়াজ্জিন সাহেব অন্তত দশবার সেই সফলতার দিকে ডাকছে মানুষজনকে। কিন্তু আমরা সেই পথের অনুসরণ না করে ব্যর্থতার বৃত্তে হাবুডুবু খাচ্ছি। আমার মতো গাফেলদের সেই কথা স্মরণ করিয়ে দেয়ার জন্যই এই টি-শার্ট।

Come to success
- Brand: Zahran
- Price: 250/-
- Product Link: https://www.facebook.com/zahran.lifestyle
22. Everybody is sold:
ওয়ান উম্মাহর আরেকটি অসাধারণ টি-শার্ট ডিজাইন। খুবই সাধারণ ফন্টে অসাধারণ একগুচ্ছ কথামালা। টি-শার্ট দেখলেই কানে বেজে উঠে কথাগুলো: “প্রত্যেকেই বিক্রি হয়ে গেছে কেউ হয়েতো তাঁর রবের কাছে আর কেউ হয়তো দুনিয়ার কামনা বাসনার কাছে।”

Everybody is Sold
- Brand: One Ummah BD
- Price: 280/-
- Product Link: https://www.oneummahbd.com/product/t22rober-kache/
23. Peace Typography:
পুরাতন কিন্তু জনপ্রিয় ইসলামিক টি-শার্ট ডিজাইনগুলোর মধ্যে এটি একটি। সবাই আমরা শান্তি চাই, সুখে থাকতে চাই। এই টি-শার্টটি মনে করিয়ে দেয়, সুখে থাকার, শান্তিতে থাকার সেই পথ ও পদ্ধতির।

Peace-Caligraphy
- Brand: One Ummah BD
- Price: 280/-
- Product Link: https://www.oneummahbd.com/product/t13salam-peace-arabic/
24. Salam caligraphy:
আরেকটি সুন্দর এ্যারাবিক ক্যালিগ্রাফিক ডিজাইনের উদাহরণ এই টি-শার্টটি। এ্যারাবিক ক্যালিগ্রাফি যাদের ভালো লাগে, তাদের জন্য উত্তম পছন্দ হতে পারে এই টি-শার্টটি।

Salam-Arabic
- Brand: Zosh Gear
- Price: 260/-
- Product Link: https://zoshgear.com/product/salam/
25. Muslim and proud:
ইসলাম নিয়ে আমাদের অনেকেরই মধ্যে হীনমন্যতা, জড়তা কাজ করে। এই টি-শার্টটি আমাদের মনে করিয়ে দেয়, আমি মুসলিম এবং আমার মুসলিম পরিচয় নিয়ে আমি সন্তুষ্ট, গর্বিত।

- Brand: One Ummah BD
- Price: 280/-
- Product Link: https://www.oneummahbd.com/product/t32-muslim-and-proud/
26. Islam typography-2
আরেকটি সুন্দর ইসলামিক টাইপোগ্রাফিক ডিজাইন। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব সুন্দর ডিজাইনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই টি-শার্ট এ।

Islam-Typography
- Brand: Zosh Gear
- Price: 260/-
- Product Link: https://zoshgear.com/product/islam/
27. Islam is best:
ইংরেজি ফন্টে ক্যালিগ্রাফির অপূর্ব সন্নিবেশ এই ডিজাইনটি। টি-শার্ট এর ম্যাসেজটিও খুব গুরুত্ববহ। আল্লাহর কাছে মনোনিত একমাত্র জীবন-ব্যবস্থা হলো ইসলাম। এই ম্যাসেজটিই দ্ব্যর্থহীন ভাষায় তুলে ধরা হয়েছে টি-শার্টে।

Islam is the best
- Brand: Effort BD
- Price: 250/-
- Product Link: https://effortbd.com/product/islam-is-the-best/
28. Policy should also be changed:
ঘুনে ধরা সমাজের আমূল পরিবর্তন না ঘটালে এর সুফল পাওয়া সম্ভব না, এই কথাটিই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে টি-শার্ট ডিজাইনটিতে। বাংলা টাইপোগ্রাফির অসাধারণ সন্নিবেশ এই ডিজাইনটি।

Entire System should be changed
- Brand: Effort BD
- Price: 250/-
- Product Link: https://effortbd.com/product/poriborton/
29. Islam is my Deen, Jannah is my Dream:
একজন মুসলিমের জীবন যদি একবাক্যে বর্ণনা করতে বলা হয়, তবে যেটা দাড়ায়, “Islam is my Deen, Jannah is My Dream” । একজন মুসলিম আখিরাতকে সামনে রেখে ইসলামের দেয়া জীবন-বিধান মেনে তার জিন্দেগী পরিচালনা করে। এই কথারই প্রতিধ্বনি পাওয়া যায় এই টি-শার্টে।

Islam-is-my-Deen
- Brand: Zosh Gear
- Price: 260/-
- Product Link: https://zoshgear.com/product/islam-is-my-deen-half-sleeve-islamic-t-shirt-black/
30. Death may come Anytime
মৃত্যু সম্পর্কিত একটি অসাধারণ রিমাইন্ডার পাওয়া যায় এই টি-শার্টে। মৃত্যুর ভয়াবহতার আঁচ সম্বন্ধে ধারণা দেয়ার জন্য ফন্টের মধ্যেও একটা ব্রুটাল ভাব আনার চেষ্টা করা হয়েছে। যারা টি-শার্টে বড় বড় ডিজাইন পছন্দ করেন, তাদের মনে ধরবে এই টি-শার্টটি।

Death may come anytime
- Brand: Dawah Store
- Price: 270/-
- Product Link: https://www.facebook.com/commerce/products/1954238437934864/
উপসংহার:
শুধুমাত্র ডিজাইনেই নয়, টি-শার্ট কোয়ালিটি ও সার্ভিসের দিক থেকেও ইসলামিক টি-শার্ট ব্রান্ডগুলো গ্রাহকদের মধ্যে আস্থার জায়গা তৈরি করে নিচ্ছে। গতবছর জোশ গিয়ার পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরিকৃত Best 20 Online T-shirt Brands of Bangladesh শীর্ষক আর্টিকেলে এক নম্বরে ওয়ান উম্মাহ বিডির জায়গা দখল করে নেয়া তা প্রমাণ করে। এছাড়াও উক্ত আর্টিকেলে জোশ গিয়ার, ইফোর্ট-বিডি-ও জায়গা দখল করে নেয়। ওয়েবসাইট, আউটলেট, অফিস, কুইক ডেলিভারি, কাষ্টমার রিভিউ সবদিক দিয়েই ইসলামিক টি-শার্ট ব্রান্ডগুলো এগিয়ে যাচ্ছে। দেশের বাইরে মুসলিম কমিউনিটিগুলোতেও এ টিশার্ট গুলোর রয়েছে ব্যাপক চাহিদা। দেশের ইসলামিক টি-শার্ট ব্রান্ডগুলো দেশের গন্ডি পেরিয়ে সারাবিশ্বের গ্রাহকদের হৃদয় জয় করবে এই আমাদের আশা। আল্লাহ সকলের ব্যবসায় বারাকাহ দান করুন। আমিন।
