Cart

Welcome to Zoshgear!

Cart

About Us

[vc_row el_class=”no-margin-lr”][vc_column][vc_column_text]জোশ গিয়ার একটি বাংলাদেশী এপারেল ব্রান্ড। জোশ গিয়ারের মূল বিশেষত্ব হলো, প্রোডাকশন থেকে শুরু করে, কাষ্টমারের কাছে পৌছানো পর্যন্ত প্রতিটি ধাপই জোশ গিয়ারের নিজস্ব তত্ত্বাবধানে সম্পন্ন হয়ে থাকে। এতে করে আমরা যেমন মার্কেটে বিদ্যমান ট্রেন্ডের সাথে দ্রুত সাড়া দিতে পারি, তেমনি প্রতিটি পর্যায়ে সর্ব্বোচ্চ মান নিয়ন্ত্রণের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন সম্ভবপর হয়। জোশ গিয়ারের আরেকটি বিশেষত্ব হলো, জোশ গিয়ার বিভিন্ন নীশ ভিত্তিক এপারেল ডিজাইন ও মার্কেটিং করে। বহির্বিশ্বে ব্যক্তির পেশা ও হবিকেন্দ্রিক টি-শার্ট ও হুডি পরিধানের একটি চল রয়েছে, যে প্রবণতা ধীরে ধীরে বাংলাদেশেও শুরু হয়েছে। আমরা বর্তমানে শুধু একটি নীশ নিয়ে কাজ করলেও ভবিষ্যতে বিভিন্ন পেশা ও হবিকেন্দ্রিক অন্যান্য নীশের জন্যও এপারেল চালু করার পরিকল্পনা রয়েছে।

শুরুতে অনলাইনে যাত্রা শুরু হলেও জোশ গিয়ারের এখন নিজস্ব ডিসপ্লে সেন্টারের পাশাপাশি দেশব্যাপি বেশ কিছু ডিলার হাউসে প্রোডাক্ট ডিসপ্লে’র ব্যবস্থা রয়েছে। জোশ গিয়ারে আমরা ১০০% মানিব্যাক নীতি অনুসরণ করি। ৩০ দিনের মধ্যে গ্রাহকের কেনা যেকোন পণ্য আমরা সানন্দে ফেরত নিয়ে নেই। মুনাফা নয় গ্রাহকের সন্তুষ্টিই আমাদের সর্ব্বোচ্চ অগ্রাধিকার। শুধু বাংলাদেশ নয় বিশ্বের বুকে আমরা জোশ গিয়ারকে একটি গ্রাহকবান্ধব, পরিবেশের প্রতি সংবেদনশীল এবং গুণে ও মানে উন্নত একটি ব্রান্ড হিসেবে দেখতে চাই। জোশ গিয়ারের সাথেই থাকুন।[/vc_column_text][/vc_column][/vc_row]