
Best Online Islamic T-shirt Brands of Bangladesh
ভূমিকা:
কাষ্টমমেড টি-শার্ট পড়ার টেন্ড বাংলাদেশে নতুনই বলা চলে। ব্যাক্তির ভালো লাগা, মন্দ লাগা, পেশা, আদর্শ, হবি, দাবীদাওয়া ও রাজনৈতিক মতাদর্শভিত্তিক টি-শার্ট পরিধানের যে প্রবণতা বর্তমানে শুরু হয়েছে, ইসলামিক টি-শার্ট ব্রান্ডগুলো এক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা পালন করে আসছে। দেশের প্রবীনতম অনলাইন টি-শার্ট ব্রান্ড ধরা যায় ‘দাওয়াহ স্টোর’কে, যারা শুরু থেকেই ইসলামিক টি-শার্ট প্রস্তুতের সাথে জড়িত। শুধু এই সেগমেন্টেই নয়, সামগ্রিকভাবে দেশের পুরাতন অনলাইন টি-শার্ট ব্রান্ডগুলোর একটি দাওয়াহ স্টোর।
বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ। এদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলিম। এদেশে ইসলামিক টি-শার্টের রয়েছে তাই বি-শা-ল বাজার। ইসলামিক ব্রান্ডগুলোর ব্যাপক জনপ্রিয়তা ও আকাশছোঁয়া চাহিদাই একথার যর্থাথতা প্রমাণ করে। জোশ গিয়ার পরিচালিত একটি জরিপে দেশের সেরা ২০টি অনলাইন টি-শার্ট ব্রান্ডের তিনটিই Islamic T-shirt Brand। এছাড়াও এ জরিপে ওয়ান উম্মাহ বিডি এক নম্বর অবস্থান দখল করে।
বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ব্রান্ডের জন্য Islamic T-shirt Brand গুলো টি-শার্ট সরবরাহ করছে। ওয়ান উম্মাহ বিডি বর্তমানে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের সবচেয়ে বড় Islamic T-shirt Producer Brand। ওয়ান উম্মাহর পাশাপাশি অন্যান্য ব্রান্ডগুলোও সফলভাবে তাদের কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে চলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, Best Online Islamic T-shirt Brand of Bangladesh আর্টিকেলে শুধুমাত্র ইসলামিক ভাবধারাপুষ্ট ব্রান্ডগুলোকেই জায়গা দেয়া হয়েছে। অনেক ব্রান্ডকে দেখা গেছে মদ, গাঁজা ইত্যাদি হারাম, ক্ষতিকর টি-শার্ট প্রমোটের পাশাপাশি ইসলামিক টি-শার্টও প্রস্তুত করছে। এরকম ব্রান্ডকে সযতনে বাদ দেয়া হয়েছে।
আর্টিকেলে প্রকাশিত যেকোন তথ্যবিভ্রাট বা আপত্তি আমাদের দৃষ্টির গোচড়ে আনলে আমরা সংশোধন করে দিবো ইন শা আল্লাহ।
সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।
One Ummah BD:
বাংলাদেশের কাষ্টমাইজড টি-শার্ট জগতের সফলতম নাম, “ওয়ান উম্মাহ বিডি”। দেশের ইসলামিক টি-শার্ট জগতের সবচেয়ে জনপ্রিয় ব্রান্ডটি এখন শুধু বাংলাদেশেরই নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক টি-শার্ট প্রডিউসার ব্রান্ড। ২০১৬ সালে যাত্রা শুরু করা এই ব্রান্ড এখন শুধু অনলাইনেই নয়, অফলাইনেও বীরদর্পে এগিয়ে চলেছে। দেশব্যাপি বিভিন্ন ডিলার ছাড়াও রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে নিজস্ব তিনটি শোরুম। খুবই অপটিমাইজড এবং গোছানো একটি ওয়েবসাইট রয়েছে তাদের। কাষ্টমার রিভিউও অসাধারণ। ১৬৫৫ জনের মতামতের ভিত্তিতে তাদের বর্তমান ফেসবুক রেটিং 4.9।

- FB Page: https://www.facebook.com/oneummahbd/
- Website: https://oneummahbd.com
- Outlet: Shop1 220, Brac Shopping Center, Uttara Dhaka.
- Shop 2: 243, Manru Shopping Center, Chouhatta, Sylhet.
- Shop 3: Shop No- 49, Moti Complex, 3rd Floor, Chawkbazar, Chittagong.
- Office: 2470/B, Taltola, UttarKhan, Dhaka.
- Phone No: 01788-437736
- FB Like: 174,678
- FB Rating: 4.9
- Start of Operation: 2016
Zosh Gear:
নতুনদের মধ্যে খুব প্রমিজিং একটি ব্রান্ড জোশ গিয়ার। তারা যে লংটার্ম প্লে করার টার্গেট নিয়ে মাঠে নেমেছে, খুব দ্রুততম সময়ে ওয়েবসাইট, আউটলেট স্থাপনেই তার প্রমাণ পাওয়া যায়। এই ব্রান্ডেরও রয়েছে নিজস্ব ফ্যাক্টরী। জোশ গিয়ারের সবচেয়ে অনন্য দিক হলো তাদের অসাধারণ রিফান্ড পলিসি। তাদের টি-শার্টের প্রিন্টিং এর জন্য তারা লাইফটাইম গ্যারান্টি দিয়ে থাকে, এছাড়া যেকোন অভিযোগ বা কাষ্টমার ডিসস্যাটিসফ্যাকশনে তারা ১০০% প্রোডাক্ট রিটার্ণ নিয়ে নেয় নিজ খরচে। অসাধারণ ডিজাইনের ইসলামিক টি-শার্টের একটি বিশ্বস্ত নাম ‘জোশ গিয়ার’।

- FB Page: https://www.facebook.com/zoshgear/
- Website: https://www.zoshgear.com
- Outlet: House: 115, Road: 08, Mohammadia Housing Limited, Md.pur
- Office: House: 115, Road: 08, Mohammadia Housing Limited, Md.pur
- Phone No: 01757-031440
- FB Like: 3,426
- FB Rating: 4.7
- Start of Operation: 2017
EffortBD:
ইসলামিক টি-শার্ট এর আরেকটি জনপ্রিয় হাউস ‘ইফোর্টবিডি’। ইসলামিক টি-শার্টের পাশাপাশি তাদের স্বদেশপ্রেম নিয়েও কিছু টি-শার্ট রয়েছে। সবচেয়ে চমকপ্রদ হলো তাদের ফেসবুক রেটিং, ৫ এ ৫। একজন দুইজন না, প্রায় ৩৪ জনের মতামতের ভিত্তিতে করা এই রেটিং। তাদের কাষ্টমাররা যে তাদের প্রতি খুবই লয়াল এবং স্যাটিসফাইড এমন রেটিংই তার প্রমাণ।

- FB Page: https://www.facebook.com/effortbd/
- Website: http://effortbd.com
- Outlet: Absent
- Office: Absent
- Phone No: 01752-702375
- FB Like: 9,829
- FB Rating: 5
- Start of Operation: 2017
Dawah Store:
শুধুমাত্র Islamic T-shirt Brand-ই না সামগ্রিকভাবে দেশের অনলাইন টি-শার্ট ব্রান্ডের পথিকৃৎ বলা যায় “দাওয়াহ স্টোর”কে। সেই ২০১৪ সাল থেকে তারা কোয়ালিটি টি-শার্ট উপহার দিয়ে যাচ্ছে দেশবাসীকে। মাঝে সাময়িক সময়ের জন্য তাদের কার্যক্রম স্থগিত রয়েছে। জটিলতা কাটিয়ে আশা করি খুব শীঘ্রই জননন্দিত এই ব্রান্ড তার ক্রেতাকুলের কাছে ফিরে আসবে।

- FB Page: https://www.facebook.com/DawahStore/
- Website: Absent
- Outlet: Absent
- Office: Absent
- Phone No: 01516-133091
- FB Like: 12,574
- FB Rating: 4.9
- Start of Operation: 2014
উপসংহার:
নীশভিত্তিক টি-শার্টের মধ্যে খুবই আকর্ষণীয় একটি সেগমেন্ট হলো Islamic T-shirt সেগমেন্ট। এদেশের বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠি ছাড়াও দেশের বাইরেও রয়েছে এধরণের টি-শার্টের ব্যাপক চাহিদা। বাংলাদেশের এ্যাপারেলের মান বিশ্বব্যাপি সমাদৃত। দেশের বাইরেও যে এধরণের টি-শার্ট নিয়ে কাজ করা যায়, ওয়ান উম্মাহ বিডি তা প্রমাণ করে দেখিয়েছে। অন্যান্য ব্রান্ডগুলোর সামনেও সম্ভাবনার এ দ্বার উন্মুক্ত রয়েছে। প্রোডাক্ট কোয়ালিটি, কাষ্টমার সার্ভিস, রিফান্ড পলিসি- এগুলোর সাথে আপোসহীনতার উর্দ্ধে উঠে ব্যবসা চালিয়ে যেতে পারলে শুধু বাংলাদেশই নয় বিশ্বের দরবারেও নিজস্ব ব্রান্ডকে পরিচিত করে তোলা সম্ভব।
1 comment
Leave a Reply
You must be logged in to post a comment.

Pingback: Best 20 Online T-shirt Brands of Bangladesh [2019 Updated] - Zoshgear