
Best 20 Online T-shirt Brands of Bangladesh [2020 Updated]
ভূমিকা:
আন্ডার গার্মেন্টস হিসেবে যার যাত্রা শুরু হয়েছিল কালের বিবর্তনে সেই টিশার্টই এখন আধুনিকতা, ব্যাক্তিত্ব, ফ্যাশন, আদর্শ এবং নিজস্ব অভিরুচির ধারক। টিশার্ট এখন আর কোন সাধারণ পোষাক নয়। এটা একদিকে যেমন ফ্যাশনেবল, পড়ে আরামদায়ক, অপরদিকে ব্যাক্তির ভালো লাগা, মন্দ লাগা, পেশা, আদর্শ, হবি, রাজনৈতিক মতাদর্শ ও দাবীদাওয়া তুলে ধরার উৎকৃষ্ট মাধ্যম।
বাংলাদেশে একসময় ব্রান্ডেড কাষ্টমাইজড টিশার্ট বলতে ছিল, ‘নিত্যউপহার’ আর ‘ক্যাটস আই’। বর্তমানে অনলাইনে ব্যবসার সহজিকরণের ফলে টিশার্ট ব্যবসার রমরমা অবস্থা। পুরাতন, বড় ব্যবসায়ীরা যেমন অনলাইনে তাদের উপস্থিতি তুলে ধরছে, তেমনি অনেক নতুন নতুন ব্যবসায়ীর পদচারণায় মুখর হয়ে উঠছে অনলাইন টি-শার্ট জগত। একেকজন একেকটা নীশ নিয়ে, সেগমেন্ট নিয়ে কাজ করছে।
আমাদের এই “Best 20 Online T-shirt Brands of Bangladesh” আর্টিকেলে মূলত অনলাইন ভিত্তিক, অনলাইনেই যাদের যাত্রা শুরু এরকম ব্রান্ডদের জায়গা দেয়ার চেষ্টা করা হয়েছে। এই র্যাঙ্কিং করার ক্ষেত্রে আমরা নিম্নোক্ত কয়েকটি বিষয়কে প্রাধান্য দিয়েছিঃ
- ওয়েবসাইট
- আউটলেট
- অফিস
- কাষ্টমার রিভিউ ও ফেসবুক রেটিং
- কতদিন ধরে ব্যবসা করছে
- নাম্বার অফ টিশার্ট ডিজাইন ইত্যাদি।
ফেসবুকে খুব সহজেই একটা বিজনেস পেজ খুলে ব্যবসা করা যায় আবার দ্রুতই বন্ধ করা যায়। কিন্তু উপর্যুক্ত ইন্ডিকেটরগুলো প্রমাণ করে উক্ত ব্যবসায়ীক এন্টিটি তাদের বিজনেস নিয়ে, ব্রান্ড নিয়ে কতটা সিরিয়াস। তাদের ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটিও উক্ত প্যারামিটারগুলো দিয়ে কিছুটা আঁচ করা যায়।
আমাদের গবেষক টিম মোটামুটি সংকীর্ণতার উর্দ্ধে উঠে র্যাঙ্কিংটি করার চেষ্টা করেছে। আমাদের সংগৃহীত সকল তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফেসবুক পেজ ও ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে, যা সময়ে সময়ে আপডেট করা হবে। আর্টিকেলে প্রকাশিত যেকোন তথ্যবিভ্রাট আমাদের দৃষ্টির গোচড়ে আনলে আমরা সংশোধন করে দিবো ইন শা আল্লাহ।
সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের মুল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।
1. One Ummah BD:
বাংলাদেশের কাষ্টমাইজড টি-শার্ট জগতের সফলতম নাম, “ওয়ান উম্মাহ বিডি”। দেশের ইসলামিক টি-শার্ট জগতের সবচেয়ে জনপ্রিয় ব্রান্ডটি এখন শুধু বাংলাদেশেরই নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক টি-শার্ট প্রডিউসার ব্রান্ড। ২০১৬ সালে যাত্রা শুরু করা এই ব্রান্ড এখন শুধু অনলাইনেই নয়, অফলাইনেও বীরদর্পে এগিয়ে চলেছে। দেশব্যাপি বিভিন্ন ডিলার ছাড়াও রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে নিজস্ব তিনটি শোরুম। খুবই অপটিমাইজড এবং গোছানো একটি ওয়েবসাইট রয়েছে তাদের। কাষ্টমার রিভিউও অসাধারণ। ১৬৫৫ জনের মতামতের ভিত্তিতে তাদের বর্তমান ফেসবুক রেটিং 4.9।

- FB Page: https://www.facebook.com/oneummahbd/
- Website: https://oneummahbd.com
- Outlet: Shop 1: 220, Brac Shopping Center, Uttara Dhaka.
- Shop 2: 243, Manru Shopping Center, Chouhatta, Sylhet.
- Shop 3: Shop No- 49, Moti Complex, 3rd Floor, Chawkbazar, Chittagong.
- Office: 2470/B, Taltola, UttarKhan, Dhaka.
- Phone No: 01788-437736
- FB Like: 174,678
- FB Rating: 4.9
- Start of Operation: 2016
2. Dokandar:
দোকানদার, দেশের প্রবীণতম অনলাইন টি-শার্ট ব্রান্ডগুলোর একটি। ২০১২ সালে শুরু হওয়া এই ব্রান্ডটি মূলত বাংলা ম্যাসেজ যুক্ত টি-শার্টের জন্য বিখ্যাত। তাদের বানানো, “একদম নেটওয়ার্কের বাইরে” টি-শার্টটি খুবই জনপ্রিয়। এছাড়াও, ‘হাতে হারিকেন’, ‘গুটিবাজি করস’, ‘এভারেষ্ট’, ‘এক মাঘে শীত যায় না’- এরকম মজাদার ম্যাসেজযুক্ত তাদের টি-শার্টগুলো। তাদের ফেসবুক রেটিংও অসাধারণ, 4.8।

- FB Page: https://www.facebook.com/dokandar.shop
- Website: www.dokandar.shop
- Outlet: 176(AIM Taha).College Road, Auch Para, Tongi, Gazipur
- Office: 176(AIM Taha).College Road, Auch Para, Tongi, Gazipur
- Phone No: 01911-506670
- FB Like: 110,655
- FB Rating: 4.8
- Start of Operation: 2012
3. Banglar Gonji:
বাংলার গঞ্জিকে আসলে আলাদা করে পরিচয় করিয়ে দেয়ার দরকার নেই। টি-শার্ট ব্যাপারটাকে তারা অন্য মাত্রায় নিয়ে গেছে এবং আজকে যে বাংলা টি-শার্টের জনপ্রিয়তা তার পথিকৃত বলা যায় বাংলার গঞ্জিকে। তাদের ডিজাইনগুলো শুধু রসবোধেই পরিপূর্ণ নয়, তাদের ভান্ডারে রয়েছে সমাজের অসঙ্গতি, স্বদেশপ্রেম, মুক্তিযুদ্ধসহ অনেক লিজেন্ডদের ট্রিবিউট ডিজাইন। ‘কম-বেশি সবাই চাটুকার’, ‘সহমত ভাই’, ‘দাদা কি খেয়ে এসেছেন না গিয়ে খাবেন’, ‘ব্যানানা ইস আ নন-পলিটিকাল ফ্রুট’- এরকম অনেক ব্যাঙ্গাত্মক ডিজাইনও রয়েছে তাদের সংগ্রহে।

- FB Page: https://www.facebook.com/Banglargonji
- Website: www.banglargonji.com
- Outlet: Absent
- Office: House -15, Road- 11, Sector 1, Uttora, Dhaka.
- Phone No: 01855-612378
- FB Like: 102585
- FB Rating: 4.6
- Start of Operation: 2015
4. Emirpur:
নিজস্ব কারখানা, ওয়েবসাইট, আউটলেট, অসংখ্য ডিজাইন- সব মিলিয়ে ই-মিরপুর অন্যদের থেকে এগিয়ে আছে অনেকদূর। ই-মিরপুরের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য তাদের টি-শার্টগুলো নিজস্ব কারখানায় বানানো। এতে করে তাদের প্রোডাক্টের দাম যেমন কম, তেমনি কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো। তাদের প্রোডাক্ট লাইন অনেক ডাইভার্সিফাইড। রয়েছে সুপার হিরো, টিভি সিরিয়াল, মোটিভেশনাল, বাংলা ডিজাইন, হিউমারসহ অসংখ্য ডিজাইন। নিজেদের প্রডাকশনের পাশাপাশি তারা অন্যান্য ব্রান্ডদেরও প্রডাকশনের কাজ করে দেয়।

- FB Page: https://www.facebook.com/emirpurbd/
- Website: www.emirpur.com
- Outlet: H: 23/1, R: 15/1, Ave: 5, Block: C, Sec: 11, Mirpur
- Office: H: 23/1, R: 15/1, Ave: 5, Block: C, Sec: 11, Mirpur
- Phone No: 01863 700 722
- FB Like: 81,150
- FB Rating: Absent
- Start of Operation: 2014
5. Raindrops:
“Raindrops comes up in the fashion industry with a promise of premium fabric quality and superior service.”- রেইনড্রপস এর ওয়েবসাইটের এবাউট আস সেকশন থেকে কোটেশনটি সংগ্রহ করা হয়েছে। পণ্যের মান ও সার্ভিস কোয়ালিটির সাথে তাদের আপোষহীনতারই প্রত্যয় ফুটে উপরোক্ত উক্তির মাধ্যমে। অসংখ্য ডিজাইনে ভর্তি তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ, সবগুলোই পছন্দ করার মতো। তাদের ফেসবুক রেটিংও অনেক ভালো- 4.8।

- FB Page: https://www.facebook.com/raindropspremium
- Website: www.raindropsstore.com
- Outlet: Absent
- Office: Absent
- Phone No: 01976-156661
- FB Like: 144,386
- FB Rating: 4.8
- Start of Operation: 2016
6. No Pain No Gain:
নীশভিত্তিক কাষ্টম টি-শার্ট এর পাইওনিয়র ধরা যায়, ‘নো পেইন নো গেইন’ কে। বাংলাদেশে ফিটনেস টি-শার্টের একমাত্র উৎস হলো এই ব্রান্ডটি। প্রোডাক্ট কোয়ালিটি ও সার্ভিস ভালো হলে যে এরকম ছোট নিশেও ভালো ব্যবসা করা যায়, ‘নো পেইন নো গেইন’ তার প্রকৃষ্ট উদাহরণ। শুধু অনলাইনেই নয় তাদের রয়েছে সুন্দর গোছানো অফলাইন স্টোরও। কেনাকাটার পাশাপাশি সমমতের মানুষজনের বেশ ভালো একটা গেট টুগেদারও হয়ে যায় সেখানে।

- FB Page: https://www.facebook.com/onlinetshirtbd/
- Website: nopainnogain.com.bd/
- Outlet: 89/2, 2/2 Block A , mirpur road Dhaka
- Office: 89/2, 2/2 Block A , mirpur road Dhaka
- Phone No: 017 43 21 20 35
- FB Like: 66,850
- FB Rating: Absent
- Start of Operation: 2014
7. Heavy Metal T-shirt:
নীশ ভিত্তিক কাষ্টম টি-শার্টের আরেকটি বড় উদাহরণ, ‘হেভি মেটাল টি-শার্ট’। মেটাল, রক মিউজিক লাভারদের খুব পছন্দের একটি ব্রান্ড হলো ‘হেভি মেটাল টি-শার্ট’। বিদেশী ব্যান্ডের পাশাপাশি দেশী মেটাল ব্যান্ডের টি-শার্টও পাওয়া যায় তাদের কাছে। এই ঘরানার মিউজিক যে ঢাকার বাইরেও অনেক জনপ্রিয়, ফেনিতে তাদের শোরুম স্থাপনেই তা বোঝা যায়। ঢাকাতেও রয়েছে তাদের নিজস্ব শোরুম। নিজস্ব পণ্যের পাশাপাশি তারা বিভিন্ন ব্যান্ডেরও সিগনেচার টি-শার্ট প্রস্তুত করছে।
- FB Page: https://www.facebook.com/Heavy.Metal.T.Shirt/
- Website: Absent
- Outlet: 1) Shop#11, Mahbub plaza,Farmgate.
- 2) Shop# 04, 1st flooor, Jumma super Market, Mizan Road, Feni.
- Office: Absent.
- Phone No: 01670-238647
- FB Like: 69,325
- FB Rating: Absent
- Start of Operation: 2013
8. Zosh Gear:
নতুনদের মধ্যে খুব প্রমিজিং একটি ব্রান্ড জোশ গিয়ার। তারা যে লংটার্ম প্লে করার টার্গেট নিয়ে মাঠে নেমেছে, খুব দ্রুততম সময়ে ওয়েবসাইট, আউটলেট স্থাপনেই তার প্রমাণ পাওয়া যায়। এই ব্রান্ডেরও রয়েছে নিজস্ব ফ্যাক্টরী। জোশ গিয়ারের সবচেয়ে অনন্য দিক হলো তাদের অসাধারণ রিফান্ড পলিসি। তাদের টি-শার্টের প্রিন্টিং এর জন্য তারা লাইফটাইম গ্যারান্টি দিয়ে থাকে, এছাড়া যেকোন অভিযোগ বা কাষ্টমার ডিসস্যাটিসফ্যাকশনে তারা ১০০% প্রোডাক্ট রিটার্ণ নিয়ে নেয় নিজ খরচে। অসাধারণ ডিজাইনের ইসলামিক টি-শার্টের একটি বিশ্বস্ত নাম ‘জোশ গিয়ার’।

- FB Page: https://www.facebook.com/zoshgear/
- Website: https://www.zoshgear.com
- Outlet: House: 115, Road: 08, Mohammadia Housing Limited, Md.pur
- Office: House: 115, Road: 08, Mohammadia Housing Limited, Md.pur
- Phone No: 01757-031440
- FB Like: 3,426
- FB Rating: 4.7
- Start of Operation: 2017
9. Viscose:
ভিসকোস এর টি-শার্টগুলো যেমন সুন্দর, গোছানো, তাদের ফেসবুক পেজের এবাউট সেকশনটাও সেরকম গোছানো। খুব সুন্দর করে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য গুছিয়ে লেখা। “Our T-shirts stoke nostalgia, spark conversation and also remind of favorite childhood cartoon characters or adored TV series moments, blockbuster movies, bands, football and what not! And yes, they make people laugh too!” ভিসকোস সম্বন্ধে এই একটা লাইনেই সবচেয়ে ভালোভাবে বোঝা যায় তাদের ব্রান্ডটাকে। মুভি, সিরিয়াল লাভারদের টি-শার্টের জন্য হ্যাভেন ভিসকোস। তাদের প্রোডাক্ট কোয়ালিটি যে অসাধারণ, সেটা তাদের ফেসবুক রিভিউ ও রেটিং দেখে কিছুটা বোঝা যায়, 4.9।

- FB Page: https://www.facebook.com/viscosebd/
- Website: www.viscosebd.com
- Outlet: Absent
- Office: Rainkhola, Zoo Road, Mirpur-2, Dhaka
- Phone No: 01876-351321
- FB Like: 16,043
- FB Rating: 4.9
- Start of Operation: 2017
10. T-shirt House Bangladesh:
এটা আমাদের জন্য খুবই খুশির খবর যে, বাংলাদেশে এখন প্রায় সব নীশেই টি-শার্ট ডিজাইন শুরু হয়েছে। কমিক লাভারদের জন্য জনপ্রিয় ব্রান্ড হলো, টি-শার্ট হাউস বাংলাদেশ। তাদের টি-শার্টগুলো যেমন কালারফুল, ডিজাইন সুন্দর তেমনি ফ্যাব্রিক কোয়ালিটিও অসাধারণ। নতুনদের মধ্যে খুব প্রমিজিং একটি ব্রান্ড এটি।

- FB Page: https://www.facebook.com/BD.TShirtHouse/
- Website: https://tshirthousebangladesh.com/
- Outlet: Absent
- Office: Absent
- Phone No: 01521-331142
- FB Like: 31,296
- FB Rating: Absent
- Start of Operation: 2017
11. EffortBD:
ইসলামিক টি-শার্ট এর আরেকটি জনপ্রিয় হাউস ‘ইফোর্টবিডি’। ইসলামিক টি-শার্টের পাশাপাশি তাদের স্বদেশপ্রেম নিয়েও কিছু টি-শার্ট রয়েছে। সবচেয়ে চমকপ্রদ হলো তাদের ফেসবুক রেটিং, ৫ এ ৫। একজন দুইজন না, প্রায় ৩৪ জনের মতামতের ভিত্তিতে করা এই রেটিং। তাদের কাষ্টমাররা যে তাদের প্রতি খুবই লয়াল এবং স্যাটিসফাইড এমন রেটিংই তার প্রমাণ।

- FB Page: https://www.facebook.com/effortbd/
- Website: http://effortbd.com
- Outlet: Absent
- Office: Absent
- Phone No: 01752-702375
- FB Like: 9,829
- FB Rating: 5
- Start of Operation: 2017
12. Grumpy Fish:
ব্যাক্তিগতভাবে গ্রাম্পি ফিস আমার খুব প্রিয় একটি ব্রান্ড। তাদের টি-শার্টগুলো দেখলে একলাফে মন চলে যায় সেই প্রিয় শৈশবে। সত্যজিৎ রায়, টিনটিন, ক্যাপ্টেন হ্যাডক, প্রফেসর শঙ্কু, হীরক রাজা- শৈশবের প্রিয় চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে তাদের টি-শার্টে। প্রতিটি ডিজাইন তারা অনেক সময় নিয়ে যত্নসহকারে তৈরী করেন, এটা তাদের ডিজাইন এবং পোষ্টের ডেসক্রিপশন পড়লেই বোঝা যায়। প্রতিটা টি-শার্টের পেছনের গল্পটা খুব সুন্দর করে তারা ফুটিয়ে তোলেন প্রোডা্ক্ট ডেসক্রিপশনে। খুবই অসাধারণ একটি ব্রান্ড।

- FB Page: https://www.facebook.com/ieatfish/
- Website: Absent
- Outlet: 3rd floor. Grumpy Fish, House 20, Road 2, Dhanmondi
- Office: 3rd floor. Grumpy Fish, House 20, Road 2, Dhanmondi
- Phone No: 01515-602156
- FB Like: 35,047
- FB Rating: Absent
- Start of Operation: 2016
13. Charismatic:
বাংলাদেশের টি-শার্ট ব্রান্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পেজ লাইক ক্যারিশম্যাটিক এর, প্রায় ৬ লাখ। পেজের লাইকের মতো তাদের প্রোডাক্ট সংখ্যাও অসংখ্য। তাদের ভান্ডারে রয়েছে অসংখ্য টি-শার্ট ডিজাইন। রাউন্ড নেক টি-শার্টের পাশাপাশি রয়েছে খুবই ভালো মানের নিজস্ব ব্রান্ডের পোলো টি-শার্ট। ধানমন্ডির মেট্রো শপিং মলে এই ব্রান্ডের রয়েছে নিজস্ব শো-রুম।

- FB Page: https://www.facebook.com/Charismaticbd/
- Website: Absent
- Outlet: Metro Shopping Mall ,Shop No: 124-125, Ground Floor, House No- 01 , Road No- 12 , Dhanmondi R/A, Dhaka-1209
- Office: Noor Empire, House No- 7/4,Flat No- 302,303
North Dhanmoni, Kalabagan,Dhaka-1205 - Phone No: 01764-228877
- FB Like: 601,828
- FB Rating: Absent
- Start of Operation: 2015
14. Shohure:
বাংলাদেশের অনলাইন টি-শার্ট ব্রান্ডগুলোর মধ্যে খুব পুরনো একটি ব্রান্ড ‘শহুরে’। সেই ২০১৩ সাল থেকে তারা বিজনেস করছেন। খুবই কাষ্টমার বান্ধব একটি ব্রান্ড। তাদের পেজে তাদের কাষ্টমারদের ছবি দিয়ে ভরা। কাষ্টমাররাও তাদের প্রোডাক্ট পেয়ে খুশি। প্রায় ১০০০ জনের মতের ভিত্তিতে তাদের ফেসবুক রেটিং 4.8, যেটা এককথায় অসাধারণ। খুবই পপুলার, ট্রেন্ডি টি-শার্ট পাওয়া যায় শহুরে তে।

- FB Page: https://www.facebook.com/pg/Shohure.bd/
- Website: Absent
- Outlet: Absent
- Office: Absent
- Phone No: 01723-726457
- FB Like: 185,280
- FB Rating: 4.8
- Start of Operation: 2013
15. Dresspre:
কালারফুল, হৃদয় চনমনে করা টি-শার্টের অন্য নাম ‘ড্রেসপ্রি’।মিরপুর ১০ এর শাহ আলী মার্কেটে রয়েছে ড্রেসপ্রি এর নিজস্ব শোরুম। যেসব ক্রেতারা নেড়ে-চেড়ে, দেখে, ট্রায়াল দিয়ে টি-শার্ট কিনতে চান, তাদের জন্য উত্তম পছন্দ হতে পারে ড্রেসপ্রি।

- FB Page: https://www.facebook.com/dresspre.bd/
- Website: Absent
- Outlet: H-7, R-4, Behind Shah Ali Market, Mirpur, Dhaka
- Office: H-7, R-4, Behind Shah Ali Market, Mirpur, Dhaka
- Phone No: 01977141290
- FB Like: 287,724
- FB Rating: Absent
- Start of Operation: 2016
16. HereBD:
বাংলা টি-শার্টের আরেকটি দারুণ ভান্ডার হলো, ‘হেয়ারবিডি’। তাদের ব্রান্ডের সবচেয়ে বড় সুবিধা হলো যেকেউ চাইলে যেকোন ডিজাইন যেকোন কালারের উপর অর্ডার করতে পারেন। প্রিন্ট অন ডিমান্ডের উৎকৃষ্ট মডেল তারা। তাদের ডিজাইন সংখ্যাও অসংখ্য।
- FB Page: https://www.facebook.com/familiarshopbd/
- Website: Absent
- Outlet: Shop no-4, Progati Dakhina Complex, Kazi Bari Mor, Dakshinkhan
- Office: Shop no-4, Progati Dakhina Complex, Kazi Bari Mor, Dakshinkhan
- Phone No: 01989-397144
- FB Like: 17,988
- FB Rating: Absent
- Start of Operation: 2012
17. Retro:
ফেসবুকে সবচেয়ে বেশি যাদের টি-শার্টের এ্যাড দেখা যায়, সেটা মনে হয় ‘রেট্রো’। একেকটা পোষ্টে ৫ হাজার, ১০ হাজার লাইক। অসংখ্য এনগেজমেন্ট। তাদের মার্কেটিং দক্ষতার মতো, তারা ডিজাইনিংয়েও অনেক দক্ষ। তাদের করা ডিজাইনগুলো আসলেই মনকাড়া।

- FB Page: https://www.facebook.com/RetroFabrics/
- Website: Absent
- Outlet: Absent
- Office: Absent
- Phone No: 01309-003139
- FB Like: 139,491
- FB Rating: Absent
- Start of Operation: 2015
18. KEF:
“একটি অনলাইন শপ হওয়া সত্বেও আমরা আপনাকে দিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে পূর্ণ নিশ্চয়তা!
- নিজস্ব সেলস পয়েন্ট থেকে গুণগত মান যাচাই করে ক্রয় করার সুযোগ!
- যে কোন যৌক্তিক ত্রুটিতে রিপ্লেসের সুযোগ!
- ছবির সাথে কোন অমিল পেলে, প্রিন্ট ও ফেব্রিকস কোয়ালিটি আমাদের বর্ণনা অনুযায়ী না পেলে মানি ব্যাক গ্যারান্টি!”
এই অংশটি কিফ এর ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা হয়েছে। স্বচ্ছতার বিষয়ে, কাষ্টমার সার্ভিসের বিষয়ে এর চেয়ে উত্তম এপ্রোচ আর কি হতে পারে! কিফ এর জন্য শুভকামনা!

- FB Page: https://www.facebook.com/KEFclothes/
- Website: Absent
- Outlet: Islami Tower, Banglabazar, Sadarghat, Dhaka
- Office: Islami Tower, Banglabazar, Sadarghat, Dhaka
- Phone No: 01921-697764
- FB Like: 7,589
- FB Rating: 4.7
- Start of Operation: 2017
19. Hanger18:
হেভি মেটাল লাভারদের আরেকটি পছন্দের ব্রান্ড ‘হ্যাঙ্গার এইটিন’। অনেক পুরনো একটি ব্রান্ড, এই ঘরানার লিজেন্ড বলা যায়। বিভিন্ন স্বনামধন্য ব্যান্ডের অফিসিয়াল মার্চেনডাইজার হিসেবেও কাজ করে এই ব্রান্ড। নির্ভানা, মেগাডেথ, রেডিওহেড, সিসটেম অফ আ ডাউন, বিটলস, নেমেসিস, পাওয়ারসার্জ, ক্রাঞ্চ, ক্রিপটিক ফেইথ, ওয়াটসন ব্রাদারস- কাদের টি-শার্ট নেই এখানে।

- FB Page: https://www.facebook.com/hanger18official/
- Website: Absent
- Outlet: Absent
- Office: Absent
- Phone No: 01778-798567
- FB Like: 44,892
- FB Rating: Absent
- Start of Operation: 2011
20. ShopHub:
এতো কম সময়ে এতো বেশি ডিজাইন মনে হয় আর কোন টি-শার্ট ব্রান্ড আনতে পারে নি। প্রতিনিয়ত তাদের নতুন নতুন ডিজাইন যুক্ত হচ্ছে ভান্ডারে। প্রায় ৪০০ ডিজাইন রয়েছে তাদের সংগ্রহে। প্রিন্টিং এ তারা অত্যাধুনিক DTG ও Vinyl প্রিন্টিং সলুশন ব্যবহার করে থাকে। হিউমার, বাংলা টি-শার্টের পাশাপাশি তাদের রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক টি-শার্ট। ঢাবি, জাবি, নর্থ সাউথ, DIU, UIU, ULAB, BUFT, ULAB সহ অসংখ্য প্রতিষ্ঠানের টি-শার্ট রয়েছে তাদের ভান্ডারে।

- FB Page: https://www.facebook.com/shophubbd/
- Website: Absent
- Outlet: Absent
- Office: Chandalbhog, Diabari, Dhaka, Bangladesh 1230
- Phone No: 01631-346070
- FB Like: 13,173
- FB Rating: Absent
- Start of Operation: 2017
উপসংহার:
ব্যাক্তিত্ব, মতাদর্শ, পেশা, রাজনৈতিক পছন্দ, ট্রেন্ডভিত্তিক টি-শার্ট পরার যে প্রবণতা ইউরোপ, এ্যামেরিকাতে চালু রয়েছে, দেরীতে হলেও বাংলাদেশেও সে চল শুরু হয়েছে। অনলাইন টি-শার্ট ব্রান্ডগুলো এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। বাংলাদেশের এই অনলাইন ব্রান্ডগুলোর জন্য সামনে রয়েছে অমিত সম্ভাবনা। ১৬ কোটি মানুষের বিশাল বাজারের পাশাপাশি উন্মুক্ত হতে যাচ্ছে বৈশ্বিক ব্যবসার দুয়ার। বিশ্বব্যাপি চায়নার ব্যবসায়ীরা যেমন আলীএক্সপ্রেস, আলীবাবা’র মাধ্যমে সারা বিশ্বে ঘরে ঘরে প্রোডাক্ট পাঠাচ্ছে, আমরাও খুব শীঘ্রই বিশ্বব্যাপি আমাদের ঘরে উৎপন্ন প্রোডাক্ট পাঠাতে সক্ষম হবো, ইন শা আল্লাহ। বাংলাদেশের এ্যাপারেলের মান বিশ্বব্যাপি সমাদৃত। এতো কম খরচে এতো ভালো মানের পণ্য উৎপাদন করা বিশ্বে আর কারো পক্ষে সম্ভব না। শিপিং খরচসহ একটা টি-শার্ট যদি ৭-৮ ডলারে একজন এ্যামেরিকান বা ইউরোপিয়ান ক্লায়েন্টের ঘরে পৌছাতে পারি, তাহলে আমাদের আর পেছন ফিরে তাকাতে হবে না। এজন্য এখন থেকেই সকল ব্রান্ডের পরিকল্পনা মাথায় রাখা উচিত। প্রোডাক্ট কোয়ালিটি, কাষ্টমার সার্ভিস, রিফান্ড পলিসি- এগুলোতে কোন আপোস করা চলবে না। আসুন সকলে মিলে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজের ব্রান্ডকে বিশ্বের দরবারে তুলে ধরি। এগিয়ে যাক বাংলাদেশ।
1 comment
Leave a Reply
You must be logged in to post a comment.

Pingback: Best Online Islamic T-shirt Brands of Bangladesh - Zoshgear